ঈদ-উল-আজহা উপলক্ষে দেশবাসীকে ভূমিমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশবাসীসহ পাবনা ও ঈশ্বরদীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযুদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হযরত ইবরাহীম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এই প্রচলন। আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হজরত ইবরাহীম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানী করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য প্রকাশ, তাঁর সন্তুষ্টি অর্জন এবং তাঁরই রাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানী ও ঈদ-উল-আজহা উদযাপিত হয়ে আসছে।
তিনি বলেন, মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা সকল ভাইবোনদের জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। ঈদুল আজহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশে উৎসর্গের মাধ্যমে তার সন্তষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করেছেন, তা মুসলিম উম্মাহর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুসংহত করার শিক্ষা দেয়। তিনি দেশবাসী ও বিদেশে বসবাস ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের আনন্দ ও শুভ কল্যাণ কামনা করেন।
পবিত্র ঈদ শেষে নিরাপদে সবাই কর্মস্থলে ফিরে আসুক তিনি এ কামনা করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।