কুড়িগ্রামে বেসরকারি শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত
আবেদনকৃত ৩য় ধাপে জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আল আমীন সরকার, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, শিক্ষক মোসলেম উদ্দিন, শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক বেবি নাজনীন, রোকসানা আকতার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারের দেয়া সকল শর্ত পূরণ হলেও ৪হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আজো জাতীয়করণ হয়নি। দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন। গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ এবং ৫জন শিক্ষককে আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবী জানানো হয়।