ভাসানী বিশ্ববিদ্যালয়ে অডিনেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
মাছুদ রানা –
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিনেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিন শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ অবস্থান কর্মসূচি পালন করে যাবো।
এরআগে গতকাল ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে বহিষ্কার করায় এখন পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।