নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু, ট্রাক চালক আটক
মাহমুদুন নবী বেলাল –
নওগাঁ’র পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। নওগাঁ-পত্নীতলা সড়কের কাল্লাগাড়ি পুইয়া নামকস্থানে দ্রুতগামী ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই ৩ আরোহীর মৃত্যু ঘটে।
নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার চকদৌল বাজিত পুর গ্রামের আব্দুস সালাম (৫০), তার ছেলে তৌফিক হোসেন (২৭) এবং ছেলের বন্ধু পত্নীতলা উপজেলা সদরের ঈদগাহপাড়া’র ওয়াহেদ মাষ্টারের ছেলে মোহাম্মদ রনি (২৬)।
ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দ এবং ট্রাকের চালক মহাদেবপুর উপজেলার চকরাজা গ্রামের খবির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা(৩৭) কে আটক করেছে। পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ পরিমল কুমার সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন একটি মোটরসাইকেলে অরোহী ৩ জন মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পিছন থেকে ট্রাকটি তাদের ধাক্কা দেয়। মোটরাসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উল্লেখিত ৩ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য নওগাঁ সদও হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া পুলিশ এ ঘটনায় গ্রেফতার ট্রাক চালক গোলাম মোস্তফাকে আদালতে সোপর্দ করেছে। ঘাতক ট্রাত ও দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি পরিমল চক্রবর্তী।