নিউজিল্যান্ডকে হারাতে ১৯৯২ কে টেনে আনছেন ওয়াসিম আকরাম
চলমান ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তানের জন্য সাফল্য-গ্রাফের চিত্রটা অনেকটাই ১৯৯২ সালের মতো। যদিও সেবার বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ঘরে তুলেছিল নিজেদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ শিরোপা।
এবার পাকিস্তানের সেমিফাইনাল সমীকরণ বেশ কঠিন। অবশ্য সেবারও ইমরানের দলের শুরুটা ভালো হয়নি। ১৯৯২ বিশ্বকাপের মত অনেককিছুই মিলে যাচ্ছে বলে আশায় বুক বাঁধছেন পাকিস্তানি সমর্থকরা। আর সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম মনে করেন, সেই বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটিয়েই পাকিস্তান হারাবে নিউজিল্যান্ডকে।
নিজেদের শিরোপা জেতা বিশ্বকাপে পাকিস্তান মুখোমুখি হয়েছিল অপরাজিত নিউজিল্যান্ডের। এবারো পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অপরাজিত নিউজিল্যান্ড দল। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন- ‘১৯৯২ বিশ্বকাপেও আমাদের বিপক্ষে খেলার আগে তারা অপরাজিত ছিল। কিন্তু আমরা তাদের হারিয়েছি। এবারও তারা এখন পর্যন্ত অপরাজিত আছে এবং আমি আবারও পাকিস্তান দলের কাছ থেকে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি আশা করছি।’
তবে ১৯৯২ বিশ্বকাপে পরে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতলেও চলমান বিশ্বকাপের চিত্রæটা একটু ভিন্ন। সাত ম্যাচ খেলে জিতেছে মাত্র দু’টি ওএকটি পরিত্যক্ত ছাড়া বাকি ম্যাচগুলো হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। তাছাড়া এই টুার্নমেন্টে অনেক ক্যাচ মিস করেছে দলটি। ক্যাচ মিসের ক্ষেত্রে শীর্ষে আছে তারা। এই নিয়ে ওয়াসিম বলেন, ‘টুর্নামেন্টে আমরা এ পর্যন্ত ১৪টি ক্যাচ মিস করেছি। এ পর্যন্ত ক্যাচ মিসের তালিকায় আমরা শীর্ষে আছি, যেটা মোটেই ভালো লক্ষন নয়। এটা নতুন কিছু নয়। তবে আমাদের এ সমস্যা থেকে বেড়িয়ে আসতে হবে।’