সরফরাজকে অপমানের ভিডিও দেখে অঝোরে কাঁদলেন স্ত্রী
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে বিশ্বকাপে কখনো জিততে পারেনি পাকিস্তান। সে ধারা এবারও বদলাতে পারেনি সরফরাজের দল।
এ নিয়ে ভক্ত-সমর্থকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছে, তাদের ফিটনেস নিয়েও।
আর এ নিয়ে সবচেয়ে বেশি ভুগছেন পাকিস্তানি অধিনায়ক। পরিবারের সদস্যদের সামনেও হেনস্তা হতে হয়েছে তাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে একটি শপিংমলে হাঁটছেন সরফরাজ। এসময় এক ‘ভক্ত’ ডেকে ডেকে বলছেন, ‘ভাই, আপনি শূকরের মতো মোটা কেন’।
তবে, এর কোনো প্রতিক্রিয়া দেখাননি ৩২ বছর বয়সী এ ক্রিকেটার। মাথা ঠাণ্ডা রেখে ছেলেকে নিয়ে চুপচাপ সরে পড়েন তিনি। ভিডিওটি ওই ছেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। সরফরাজকে এভাবে অপমান করাকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তারা। পাশাপাশি, অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি জানিয়েছেন অনেকে। সরফরাজ ভক্তদের তোপের মুখে পরে ক্ষমা চান ওই যুবক। কিন্তু কারও কাছে যেটা মজা, অন্যের কাছে সেটা রক্তাক্ত আঘাত। সেই ভিডিও দেখে ফুঁপিয়ে কেঁদেছেন সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবখত শাহ।
বিশ্বকাপের শুরুতেই সরফরাজকে সবচেয়ে ‘আনফিট’ অধিনায়ক বলেছিলেন পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতার। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে হাই তোলা নিয়ে এখনো চলছে হাসি-ঠাট্টা। তবে শপিং মলে যা ঘটেছে তা সরফরাজের জন্য একটু বেশিই অপমানজনক। কেনাকাটার জন্য শপিং মলে গিয়ে দেখা হয় এক পাকিস্তানি সমর্থকের সঙ্গে।
খেলোয়াড়দের সঙ্গে ভক্তদের দেখা হলে যেমন উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়, তা না হয়ে উল্টো ঘটেছে। একে তো সরফরাজকে মোটা বলেছেন, সঙ্গে আবার সেটি ভিডিও করেছেন। সরফরাজ এ ঘটনাকে ইতিবাচকভাবে দেখলেও তার জীবনসঙ্গীর মেনে নিতে কষ্ট হয়েছে স্বাভাবিকভাবেই। ৩২ বছর বয়সী এ উইকেটরক্ষক হোটেলে নিজের কামরায় ফিরে দেখেন ভিডিওটি দেখে কাঁদছেন তার স্ত্রী। সরফরাজ অবশ্য বুঝিয়ে শান্ত করেছেন।
ক্রিকেট নিয়ে পাকিস্তানি সমর্থকদের আবেগ ও ভালোবাসা একটু বেশিই, এসব কথা বলে জীবনসঙ্গীকে বুঝিয়ে শান্ত করেছেন পাকিস্তান অধিনায়ক। ‘হোটেলে ফিরে দেখি আমার স্ত্রী ভিডিওটি দেখে কাঁদছে। তাকে বোঝানোর চেষ্টা করেছি, এটা সামান্য ভিডিও অথচ লোকের কাছে আমাদের কত কথা শুনতে হয়! এটা কোনো ব্যাপারই না, আমাদের শক্ত হতে হবে। এটা জীবনেরই অংশ। খারাপ খেললে এসবের মধ্য দিয়েই যেতে হবে’—আইসিসি ইনসাইডারকে এসব তথ্য জানান সরফরাজ।
পাকিস্তানের অধিনায়ক আরো বলেন, ‘শুধু পরিবারের সদস্যরা নয়, ভিডিওটি যারা দেখেছে, তারাই এর বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে। যারা টুইট ও বার্তা পাঠিয়ে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা সবার কাছেই কৃতজ্ঞ। সব সময় বলেছি পাকিস্তানি সমর্থকেরা আমাদের খুব ভালোবাসে। আমরা এটাও জানি, জিতলে তারা আমাদের সম্মান করবে, তেমনি হারলে রাগ করবেই। কারণ আমাদের কাছে তারা ভালো কিছু প্রত্যাশা করে।’