মিন্নির জামিন না মঞ্জুর (ভিডিও)
মোঃ মেহেদী হাসান,
বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার রিফাত শরীফের স্ত্রী মিন্নির জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। রবিবার বেলা সাড়ে এগারটায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী তার রিমান্ড আবেদন না মঞ্জুর করেন।
মিন্নির পক্ষের আইনজীবি অ্যাড. মাহবুবুল বারী আসলাম জানান, মিন্নি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তার জামিন খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই তারা জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছেন। কিন্তু পরবর্তীতে আইনি লড়াই করে যাবেন তারা।
এদিকে বাদী পক্ষের আইনজীবি অ্যাড. সঞ্জীব দাস জানান, রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং হত্যার দায় স্বীকার করা মামলার আসামী রিফাত ফরাজী ও রাব্বী আকনও তাদের জবানবন্দিতে বলেছেন মিন্নি তার স্বামীকে হত্যায় জড়িত ছিল। সার্বিক দিক বিবেচনা করে আদালত মিন্নির জামিন আবেদন না মঞ্জুর করেছেন।