রংপুরে এরশাদের কবর জিয়ারত করলেন জাপার নেতৃবৃন্দ (ভিডিও)
জাহাঙ্গীর আলম বাদল –
সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার রংপুরে পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত করেন তাঁরা। এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের সভাপতি ফয়সাল চিশতী সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সামসুল ইসলাম প্রমুখ।
গত ১৪ জুলাই রাজধানীর সিএমইচে মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী গত ১৬ জুলাই রংপুরে পল্লী নিবাসে তাঁকে সমাহিত করা হয়।