ক্যারিয়ারের শেষ ম্যাচটি মাঠে বসে দেখতে দর্শকদের অনুরোধ জানালেন মালিঙ্গা
আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কার পেস বোলার লাসিথ মালিঙ্গা। তার বিদায়ী ম্যাচটি মাঠে বসে দেখার জন্য দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাহারি চুলের অধিকারী এ পেসার।
২০০৪ সালের জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মালিঙ্গার। ১৬ বছরের বেশি সময় ধরে দেশকে সেবা দিয়ে আসা এই পেসার সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুল করেননি। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি সকলকে মাঠে বসে দেখার আহŸান জানিয়েছেন তিনি।
মালিঙ্গা বলেছেন, ‘আমি গত ১৬ বছর ধরে আপনাদের সকলের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছি। একই সঙ্গে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং দলের স্বার্থে লড়াই চালিয়েছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সমর্থন করার জন্য। আমি আপনাদের সবাইকে আহŸান জানাতে চাই আগামী ২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে আমার শেষ ম্যাচটি মাঠে বসে দেখার জন্য। এটি আমার অনুরোধ। আপনারা যদি পারেন তাহলে অনুগ্রহ করে আসবেন, যেহেতু এরপর আমাকে আর কোনো ওয়ানডে ম্যাচে আপনারা দেখবেন না।’
শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষকে এরই মধ্যে নিজের অবসরের সিদ্ধান্তটি জানিয়েছেন মালিঙ্গা। ডানহাতি এই পেসারের ভাষায়, ‘আমি এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষকে জানিয়েছি যে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের পর আমি অবসর নিবো। তারা ইতিবাচক সাড়া দিয়েছে এবং আমার অনুরোধ মেনে নিয়েছে।’
শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা। ২২৫ ওয়ানডেতে ৩৩৫ উইকেট শিকার করেছেন তিনি। একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিকের মালিক মালিঙ্গা। এর মধ্যে বিশ্বকাপেই এসেছে দুটি হ্যাটট্রিক। কিছুদিন আগে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপেও সফল ছিলেন এ অভিজ্ঞ বোলার। ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন তিনি।