ভারতে পানিতে সেলফি তুলতে নেমে একই পরিবারের ৪ জনের মৃত্যু
ভারতের তামিলনাড়ুতে বাঁধের জলাধারে সেলফি তুলতে নেমে রোববার এক নববধূ ও তার পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যের পুলিশ এই তথ্য জানায়। বিবিসি, সিএনএন, ডেইলি সাবাহ।
পুলিশ জানায়, ওই পরিবারের ৬ জন সদস্য তামিলনাড়ুর পাম্বার নামক একটি বাঁধে বেড়াতে গিযেছিলেন। তারা বাঁধের জলাধারের পানিতে নেমে একে অপরের হাত ধরে সেলফি তোলার চেষ্টা করে। এসময় হঠাৎ একজন হাত পিছলে গভীর পানিতে পরে গেলে সঙ্গে আরও তিনজন পানিতে পরে যায় এবং ৪ জনেরই মৃত্যু হয়। ভাগ্যক্রমে এ ঘটনায় মৃত নববধূর স্বামী বেঁচে যায়। তিনি তার বোনকে বাঁচাতে পারলেও অন্যদের বাঁচাতে পারেননি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা সারা বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে রয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে শুধু সেলফি তুলতে গিয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। ভারতের পর তালিকায় রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান।