ব্রীজে উঠতে হয় বাঁশর সাকো দিয়ে, ব্রীজ আছে, রাস্তা নেই;
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর দাড়িয়ার পাড় ব্রীজ আছে কিন্তু রাস্তা নেই। এতে জনগণের যাতায়াতের ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের উদাসিনতার কারণে অত্র দাড়িয়ারপাড় গ্রামের কৃষকের কৃষিপণ্য বাজারজাত করতে পারছে না।
ব্রীজে সংযোগ রাস্তাটি বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ্য হওয়ার পর উক্ত স্থানে মাটি ভরাট না করায় অত্র এলাকার লোকজনের যাতায়াতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বাশেঁর সাকো দিয়ে পারপার হচ্ছে। এব্যাপারে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জনগণের দূর্ভোগ হওয়া স্বত্বেও অর্থ বরাদ্দ না থাকায় রাস্তাটি মেরামত করা সম্ভব হচ্ছে না।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে সরকারী বরাদ্দ পেলে ভাঙ্গা রাস্তাটি মেরামত করা হবে। উল্লেখ্য, উক্ত রাস্তাটি দিয়ে ধানশাইল ইউনিয়নের ৫ গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তা। রাস্তাটি মেরামতের জন্য এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।