হঠাৎ নাম প্রত্যাহার করলো সংযুক্ত আরব আমিরাত, এশিয়া ইমার্জিং কাপে নতুন দল নেপাল
আর একদিন পরেই বাংলাদেশের মাঠে পর্দা উঠবে ইমার্জিং এশিয়া কাপ। কিন্তু গতকাল হঠাৎ করে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাদের পরিবর্তে নতুন দল হিসেবে যোগ দিয়েছে নেপাল। এর ফলে বদলে গেছে বাংলাদেশের প্রতিপক্ষও। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরব আমিরাতের না আসার কারণ জানাতে পারেনি।
স্বাগতিক দল বাংলাদেশ ছিলো আসরের ‘বি’ গ্রুপে। যেখানে অংশগ্রহণকারী সংযুক্ত আরব আমিরাতও ছিলো একই গ্রুপে। ফলে আরব আমিরাত না আসায় নেপালই হচ্ছে ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, ভারত ও হংকংয়ের সঙ্গী। ‘এ’ গ্রুপে লড়বে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান।
বাংলাদেশের ইমার্জিং দলে রয়েছেন সদ্য ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসা জাতীয় দলের চার ক্রিকেটার সৌম্য সরকার, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব ও নাইম শেখ। এছাড়া জাতীয় দলে খেলা আরও কজন ক্রিকেটার আছেন দলে। টাইগারদের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।
‘এ’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারে। ‘বি’ গ্রুপ লড়বে বিকেএসপিতে। সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
একনজরে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল : নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), নাইম শেখ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভুঁইয়া, আবু হায়দার রনি ও মাহাদী হাসান।