গতি নয়, লেন্থ ঠিক রেখে মুস্তাফিজকে বোলিং করার পরামর্শ দিলেন ইরফান পাঠান
নিজের অভিষেক ম্যাচেই কাটার দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সেই কাটারে এখন ধার নেই। ব্যাপারটি আরও স্পষ্টত ফুটে উঠেছে সদ্য সমাপ্ত ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে। মুস্তাফিজের সেই আগের বোলিং ফিরে পাবার টোটকা দিয়েছেন ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান।
ইরফান মনে করেন- গতি বাড়িয়ে নয়, বরং ঠিক লেন্থে বোলিং ও নিজের ভারসাম্য ধরে রেখেই মুস্তাফিজ ভালো করতে পারবেন।
তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, মুস্তাফিজকে আরেকটু ফুলার লেন্থে বল করতে হবে। তার ক্যারিয়ারের বেশিরভাগ উইকেটই সে ফুলার ডেলিভারিতে পেয়েছে। এক্ষেত্রে তার বোলিংয়ে বৈচিত্র্যও আসে বেশি। সে ভারসাম্যও রাখতে পারছে না, সামনে ঝুঁকে যাচ্ছে। এটা নিয়ে তাকে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘এখন আপনি যেখানেই আন্তর্জাতিক ক্রিকেট খেলুন না কেন, উইকেটগুলো ফ্ল্যাটই থাকে। তাই যে পিচে খেলবেন সেখানে ব্যাটসম্যানকে বিপাকে ফেলার জন্য আপনার অবশ্যই কিছু বৈচিত্র্য থাকতে হবে। যেকোনো কন্ডিশনে কার্যকরী হওয়ার নিশ্চয়তা থাকতে হবে। তার মেধা আছে। তাই আমি বিশ্বাস করি, সে ঠিক লেন্থে বল করে গেলে ও যে হাত দিয়ে বল করে না সেটা নিয়ে কাজ করলে আবারো ভালো করতে পারবে।’
অনেকের মতে, মুস্তাফিজ গতি বাড়ালে পুরনো ধার ফিরে পাবেন। ইরফান অবশ্য এমন ভাবনার ঘোর বিরোধী।
অস্ট্রেলীয় পেস কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকে উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজ বাঁহাতি বোলার। তাই ১৩৫ কিলোমিটার গতিতেই সে বল করলে অনেক ভেরিয়েশন পাবে। গ্লেন ম্যাকগ্রাকে দেখুন, পাঁচশর মত উইকেট পেয়েছেন। তিনি কিন্তু ১৪৫ কিলোমিটার গতিতে বল করতেন না। তার ভেরিয়েশন ছিলো। বোলিংয়ে গতি কোনো বিষয় নয়। নিজের নিয়ন্ত্রণ রেখে ঠিক জায়গায় বল ফেলাটাই গুরুত্বপূর্ণ।’