বোয়ালমারীতে ইজিবাইক ট্রাক সংঘর্ষে আহত ৬
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর নামক স্থানে বুধবার (২০.১১.১৯) দুপুরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের খন্দকার নাসিরুল ইসলামের বাড়ির সামনে ইজিবাইক-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ইজিবাইকের যাত্রীসহ আহত হয়েছে ৬জন। আহতদের মধ্যে দুইজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলো বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আসাদুজ্জামান পরশ সিকদারের স্ত্রী শামিমা সুলতানা (৩০), তার মেয়ে শাহরিয়া (১), কেশরাইল গ্রামের শুশান্ত পাল (৫৫), আমগ্রামের হাসান (১৮), খসরুজ্জামান (৫৫) ও কুষ্টিয়া জেলার নাজমুল করিম (৩২)। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, ইজিবাইক সাতৈর বাজার থেকে বোয়ালমারীর দিকে আসছিল অপরদিক থেকে আসা ট্রাক নাসিরুল ইসলামের বাড়ির সামনে পৌছালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়।
ডা. সমিত্র বলেন, সড়ক দুঘর্টনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর রিফার্ট করা হয়েছে। বাকি দুইজনকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, সড়ক দুঘর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক জব্দ করেছে।