সিরিয়ায় বেশ ক’টি ইরানি স্থাপনায় ইসরায়েলি হামলা
বিবিসি : ইসরায়েলি ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানিয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এই হামলা চালানো হয়েছে বড় পরিসরে। ইসরায়েলের ইরানিয়ান ইউনিটের চালানো রকেট হামলার জবাবেই এই হামলা, বলছে ইসরায়েল।
সিরিয়া জানিয়েছে, এই ঘটনায় ২ জন বেসামরিক ব্যক্তি মারা গেছেন। দামেস্ক বলছে, সিরিয়া এয়ার ডিফেন্স ফোর্স রাজধানীর দিকে আসা অধিকাংশ ইসরায়েলি ক্ষেপনাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে অন্য কয়েকটি সূত্র বলছে মৃতর সংখ্যা আরও বেশি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিস্ফোরনের আওয়াজ পাওয়া গেছে।
মঙ্গলবার ইসরায়েল দাবি করে তারা সিরিয়া থেকে ইসরায়েলের দিকে ছোড়া ৪টি রকেট ফেলে দিয়েছে। তাদের দাবি রকেটগুলো আঘাতে সক্ষম হয়নি। ইসরায়েলের অভিযোগ, এ ধরণের হামলায় সিরিয়াকে সহায়তা করছে ইরান। লেবাননের হিজবুল্লাহ বাহিনীকেও ইরান সহায়তা করে আসছে বলে অভিযোগ দেশটির।