নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরনের উদ্বোধন
প্রনোদনা কর্মসূচির আওতায় নওগাঁর পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল, পিয়াজ, ভূট্টা, শরিসারবীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। কৃষি স¤প্রসারন অধিদপ্তর পোরশার আয়োজনে বুধবার নিতপুর খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনে কথা বলে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, সাপাহার সার্কেলের এএসপি বিনয় কুমার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাহফুজ আলম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত জলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ কৃষকবৃন্দ। উল্লেখ্য ২০১৯-২০মৌসুমে উপজেলার ১হাজার ২৪৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে সার ও বীজ দেওয়া হচ্ছে হবে বলে সংশ্লিষ্টরা জানান।