হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবসের আলোচনা সভায় ন্যাপ মহাসচিবকে আমন্ত্রন
আগামী ২৩ নভেম্বর হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপনের আহ্বানে বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রন জানানো হয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব, বিশিষ্ট কলামিস্ট এম. গোলাম মোস্তফা ভুইয়াকে ভুইয়াকে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) নয়াপল্টেনের দলীয় কার্যালয়ে বাংলাদেশ বন্ধু সমাজের পক্ষে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া'র হাতে আমন্ত্রনপত্র পৌছে দেন সংগঠনের সদস্য কলমযোদ্ধা আলহাজ্ব লিয়াকত আলী খান।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, মহিলা সম্পাদিকা সাদিয়া ইসলাম ঈমন।