বঙ্গবন্ধু বিপিএলে সাত দলের ৬ কোচেই বিদেশি
গত অক্টোবরে ক্রিকেটাররা ১৩ দফা দাবি নিয়ে ধর্মঘট করেছিলো। যার মধ্যে অন্যতম দাবি ছিলো দেশি কোচ বেশি করে নিয়োগ দেয়া। এমনিতে কোচ নিয়োগ দেয়ার সুযোগ না থাকলেও ঘরোয়া লিগগুলোতে এই সুযোগটা অনেক বেশি থাকে। ঘরোয়া সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলো সেই মতে এগোচ্ছিলো। বঙ্গবন্ধু বিপিএলের জন্য দেশি কোচই নিয়োগ দিয়েছিলো দলগুলো। কিন্তু শেষ দিকে এসে একজন একজন করে পরিবর্তন করতে করতে সাত দলের মধ্যে মাত্র একটি দলই দেশীয় কোচ রেখেছে।
এবারের বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের ছাড়াই হবে সেটি আগেই জানানো হয়েছিলো। মূলত বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিসিবির অধীনেই আয়োজন করা হচ্ছে বিপিএল। তবে সব দায়িত্ব যে বিসিবির উপর তাও নয়, দলের সঙ্গে যুক্ত হয়েছে স্পন্সররাও। বিসিবির পাশাপাশি স্পন্সররা চাইলে নিজেদের অর্থায়নে আনতে পারবে ভালো ক্রিকেটার কিংবা কোচ।
সাত দলের মধ্যে পাঁচটিতেই স্পন্সর রয়েছে। বাকি দুই দল, পুরোটাই রয়েছে বিসিবির অধীনে। তাই তো স্পন্সররা দেশি কোচদের চেয়ে বিদেশি কোচদের দিকেই বেশি ঝুঁকেছে। এবারের দলগুলোর মধ্যে স্থানীয় কোচ রয়েছেন কেবল মোহাম্মদ সালাহউদ্দিন। যেখানে অন্য দলগুলো বিদেশি কোচদের দিকে ঝুঁকেছে সেখানে ব্যতিক্রম ছিলো কেবল ঢাকা প্লাটুন। তামিম, মাশরাফিদের দিক-নির্দেশনা দিবেন তিনি।
এর আগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে সালাহউদ্দিনের। গত কয়েক আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের ভূমিকা পালন করেছেন তিনি। এমনকি তার অধীনে দুইবার শিরোপাও জিতেছে কুমিল্লা। এবার কুমিল্লা দলের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসন। গিবসন দক্ষিণ আফ্রিকার পাশাপাশি দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচেরও।
রাজশাহী রয়্যালসের দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ওয়াইস শাহ। কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে তেমন সুনাম নেই সাবেক এ ইংলিশ ক্রিকেটারের। আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার পল নিক্সনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কাউন্টিতে প্রধান কোচের ভূমিকা পালনের পাশাপাশি দায়িত্ব পালন করেছেন সিপিএলে জ্যামাইকার হয়ে।
খুলনা টাইগার্স কোচ হিসেবে বেছে নিয়েছে আরেক ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জেমস ফস্টারকে। খেলোয়াড়ি জীবনে অতো সমৃদ্ধ ক্যারিয়ার নেই তার। তবুও প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে খুলনা।
সিলেট থান্ডার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবসকে। কোচ হিসেবে তেমন অভিজ্ঞতাও নেই তার। এদিকে রংপুর রেঞ্জার্স প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে গ্র্যান্ট ফ্লাওয়ারকে। ২০১৪ সালে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান তিনি।