এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা পেলেন শহীদ ও সানি
সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসরের শেষ রাউন্ডে মাঠেই মারামারি করেন পেসার শাহাদাত হোসেন রাজিব। সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে লাথি মারেন তিনি। এই মারামারির মূল হোতা ছিলেন মোহাম্মদ শহীদ। তাই শাহাদাতের বড় শাস্তির পর এবার এই দুই জনও শাস্তি পেয়েছেন। দুজনকেই এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় দুজনই খেলা চালিয়ে যেতে পারবেন। তবে এক বছরের মধ্যে আর কোনো অপ্রীতিমূলক কর্মকাণ্ডে জড়ালে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে, সেই সাথে কার্যকর হবে নিষেধাজ্ঞা।
ওই দিন ম্যাচ চলকালে আরাফাতকে বলের এক পিঠ ঘষে দিতে বলে না শাহাদাত। কিন্তু এইকাজটি করতে অস্বীকৃতি জানান সানি। এতে চটে যান শহীদ। আরাফাতকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এরপর কনিষ্ঠ ক্রিকেটার সানিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শাহাদাতও। যদিও শহীদের বিষয়টি শুরুতে আলোচনায় আসেনি। তাই শাস্তি দেয়া হয় শাহাদাতকেই।
শাস্তি হিসেবে শাহাদাতকে জরিমানার পাশাপাশি ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মধ্যে ২ বছর স্থগিত নিষেধাজ্ঞা।
বিভিন্ন কারণে শহীদ ও শাহাদাত আগে থেকেই বিতর্কিত। তবে শাহাদাতের বিতর্কের মাত্রা বেশি হওয়ায় বড় ধরনের শাস্তি পেতে হয়েছে তাকে। শহীদ তাই এই যাত্রায় স্থগিত নিষেধাজ্ঞায় পার পেয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে ঘটনায় সানির দোষ রয়েছে বলেও প্রমাণ পাওয়ায় তাকেও শহীদের মতো এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।