বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য ৩০০-১০০০ টাকা, সংগ্রহ করা যাবে ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে ববঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধুর নামে আয়োজিত এই বিপিএল নিয়ে জাঁকজমক আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উপলক্ষে বল মাঠে গড়ানোর আগে তৈরি হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। ৮ তারিখ হবে এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান। নামিদামি তারকাদের নিয়ে আয়োজিত হতে যাওয়া এই অনুষ্ঠান দেখার জন্য ইতিমধ্যে টিকেটের মূল্য নির্ধারণ করেছে। যার মূল্য্য সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা রাখা হয়েছে। আগামী ৫ তারিখ থেকে অনলাইনের মাধমে টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত হতে যাওয়া এই বিশেষ আসরের উদ্বোধন ঘোষণা করবেন তার জ্যৈষ্ঠ কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি ও বিদেশি গান এবং সিনেমা জগতের তারকারা পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে। ইতোমধ্যে দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের আসার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া দেশি শিল্পিরা তো থাকছেনই।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে রোববার বিকাল চারটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। এবারের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য গ্যালারিতে ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে টিকেট পাওয়া যাবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি করা হবে ৫, ৬ ও ৭ ডিসেম্বর। অনলাইন ছাড়াও মিরপুর বুথে টিকিট পাওয়া যাবে বলে জানান শেখ সোহেল।