‘বিগ ম্যাচ’ দিয়ে আগামী মার্চে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের
ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে নির্মিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এটি নিয়ে কাজ করছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে অভিষেক হবে স্টেডিয়ামটির। বিষয়টি জানান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় গণমাধ্যম বলছে আগামী মার্চে স্টেডিয়ামটির নির্মান কাজ শেষ হবে। ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ম্যাচটি আয়োজনের অনুরোধ করেছে বিসিসিআই। আইসিসি ম্যাচটিকে স্বীকৃতি দেবে বলেও জানা যায়। গাঙ্গুলী ভারতীয় গণমাধ্যমের কাছে জানান, খুব শিগগিরই স্টেডিয়ামটি পরিদর্শনে আইসিসি থেকে একটি দল আসবে।
২০১৭ সালে শুরু হয় মোতেরায় অবস্থিত স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ। ৬৩ একর জায়গা জুড়ে অবস্থিত এই স্টেডিয়ামের নির্মাণ কাজে খরচ ধরা হয়েছে ৭০০ কোটি রুপি। এতে ৭৬টি কর্পোরেট বক্স, চারটি গ্রুপ পরিবর্তন অঞ্চল, অফিস এবং বিভিন্ন ক্লাবের অফিস আর অলিম্পিক সাইজের সুইমিং পুল থাকবে। এছাড়া স্টেডিয়াম অঞ্চলে ৩ হাজার গাড়ি ও ১০ হাজার দ্বিচক্রযান পার্ক করার ব্যবস্থা থাকবে।
বর্তমানে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে স্বীকৃত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। ১৯৫৩ সালে নির্মিত এই স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা এক লাখ ২৪ জন। নির্মাণ কাজ শেষ হলে এমসিজিকে পেছনে ফেলে সবচেয়ে বড় স্টেডিয়ামের তকমা ঝুলিতে পুরবে মোতেরা স্টেডিয়াম। এর আসন সংখ্যা হবে এক লাখ ১০ হাজারের বেশি।