নির্বাচনের ফলাফল মেনে না নেয়ায় ট্রাম্পের ওপর মেজাজ হারাচ্ছেন রিপাবলিকানরা
অনলাইন ডেস্ক –
কিছু রিপাবলিকান নেতা প্রকাশ্যে নির্বাচনে পরাজয় স্বীকার না করে আইনী ঝামেলা বাধানোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন। মিশিগানের রিপাবলিকান ফ্রেড আপটন বলেন, ‘জ্যেষ্ঠ রিপাবলিকান নেতারা এখন বলতে চাইছেন, ‘অনেক হয়েছে।’
নিউজার্সির সাবেক রিপাবলিকান গর্ভনর ক্রিস ক্রিস্তি বলেন, আমি দু’বার ট্রাম্পকে ভোট দিয়েছি। কিন্তু প্রেসিডেন্টের আইনী দল ‘জাতীয় বিব্রতকর।’ ট্রাম্পের প্রচারণা শিবির আদালতের বাহিরে ভোট জালিয়াতির অভিযোগ তুললেও আদালত রুমে কিছুই বলতে পারছে না।’
ম্যারিল্যান্ডের গর্ভনর ল্যারি হগান বলেন, ‘ট্রাম্প এমন আচরণ করছেন যেনো যুক্তরাষ্ট্র একটি অরাজক দেশ। ট্রাম্পের উচিত গলফ খেলা বন্ধ করে পরাজয় স্বীকার করে নেয়া।’
নর্থ ডাকোটার সিনেটর কেভিন ক্রেমার বলেন, ‘ট্রানজিশন টিমের কাছে ক্ষমতা পালাবদলের সময় পার হয়ে যাচ্ছে।’
পেনসেলভেনিয়ার আদালতের বিচারক ট্রাম্প শিবিরের মামলা খারিজ করে দিয়ে প্রেসিডেন্টের আইনী দলকে ‘ফ্রাঙ্কেস্টাইনের দৈত্য’র সঙ্গে তুলনা করেন।
ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন বলেন, ‘জানুয়ারিতে বাইডেনের অভিষেক হবে। মূল প্রশ্ন হলো এর পূর্বে ট্রাম্প আর কতটা ক্ষতি করে যাবেন। তিনি রাস্তায় দাঙ্গাকারীদের মতো জানালা দিয়ে পাথর ছুঁড়ছেন। আইন-কানুনের ধার না ধেরে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করছেন।’
ট্রাম্প প্রশাসনের আরেক সাবেক নিরাপত্তা পরার্শক এইচআর ম্যাকমাস্টার বলেন, ‘ট্রাম্পের কর্মকাণ্ড আমাদের শত্রুদের সুযোগ করে দেবে। নির্বাচন নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়া মানে মার্কিন গণতন্ত্রকে খর্ব করা।’
সিএনএন/বিবিসি/গার্ডিয়ান
