একটি মাত্র বাক্য দিয়েও হৃদয় কিনে ফেলা যায় !
অনলাইন ডেস্ক- উমার (রা.) বলেন, একবার আমি উমরাহ করার জন্য নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলেন আর বললেন, ‘‘হে প্রিয় ভাই আমার! তোমার দু‘আর মধ্যে আমাদেরকে ভুলো না!’’ (অর্থাৎ, আমাদের জন্যও দু‘আ করো।)
অন্য বর্ণনায় এসেছে, ‘‘হে আমার প্রিয় ভাই! তোমার দু‘আর মধ্যে আমাদেরকেও শামিল করো।’’
উমার (রা.) রাসুলের এই ভালাবাসাপূর্ণ আহ্বান প্রসঙ্গে বলেন, ‘নবিজি এমন একটি কথা বললেন—যদি সমগ্র দুনিয়াটাও আমার হয়ে যেত, তবুও আমি এই কথাটির চেয়ে বেশি আনন্দ পেতাম না।’’ [আবু দাউদ, তিরমিযি; রিয়াদুস সালেহিন: ৭১৪; হাদিসটি হাসান সহিহ]
একবার ভাবুন তো, যদি কেউ কখনো ‘হে আমার প্রিয় ভাই!’ বা এরকম কোনো মধুর বাক্য দিয়ে আপনার কাছে কোনো কিছু আবদার করে, আপনি কি তা ফেলে দিতে পারবেন? এমন মানুষকে কখনো ভুলতে পারবেন?
পূর্বযুগে অর্থ দিয়ে মানুষ দাস কিনতো। সে প্রসঙ্গে একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, ‘অবাক লাগে যে, লোকেরা অর্থ দিয়ে দাস ক্রয় করে, অথচ সদ্ব্যবহার দিয়ে স্বাধীন মানুষ ক্রয় করে না।’
জি, ব্যাপারটি এমনই। সদ্ব্যবহার দিয়ে একজন ভদ্র মানুষকেও কিনে ফেলা যায়।
মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইলে কথায় মাধুর্য আনার কোনো বিকল্প নেই। সুন্দর আচরণের অধিকারী ব্যক্তিকে হাদিসে ‘সর্বোত্তম’ বলা হয়েছে।
