পরনিন্দা মারাত্মক গুনাহ, আসুন আমরা পরিহার করি
অনলাইন ডেস্ক- মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো পরনিন্দা। পরনিন্দার কারণে নষ্ট হয় পরস্পরের সুন্দর সম্পর্ক। নানাবিধ অশান্তি হয় পরিবার, সমাজ ও রাষ্ট্রে। মানুষ মানুষে যেন কোন সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য আল্লাহ ও তার রাসুল পরনিন্দা করতে নিষেধ করেছেন।
পরনিন্দা না করলে মানুষের কাছে প্রিয় ও আস্থাভাজন হওয়া যায়। পরনিন্দা করলে হারিয়ে যায় আস্থা ও বিশ্বস্ততা। এজন্য ইসলাম পরনিন্দা করতে নিষেধ করেছে।
পরনিন্দাকে মারাত্মক গুনাহ আখ্যায়িত করে আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা বহুবিধ ধারণা থেকে দূরে থাকো। কারণ কোনো কোনো ধারণা পাপ; এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয়ের সন্ধান করো না এবং একে অপরের পেছনে নিন্দা (গিবত) করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের মাংস খেতে খেতে চাইবে? তোমরা তো এটাকে ঘৃন্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাওবা গ্রহণকারী পরম দয়ালু।’ (সুরা হুজরাত : আয়াত ১২)
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। (বুখারি, হাদিস: ৬০১৮)
পরিবার ও সমাজসহ সর্বক্ষেত্রে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের উচিৎ, সব সময় উত্তম কথা বলা এবং পরনিন্দা থেকে বেঁচে থাকা।
