ভারতে ভুল করে চীনা সৈন্যের প্রবেশ, চীন বললো দ্রুত ফিরিয়ে দিতে
অনলাইন ডেস্ক – গত শুক্রবার একজন চাইনিজ বর্ডার গার্ড লাদাখ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ ব্যাপারে চীন জানিয়েছে, তিনি ভুল করে ভারতে প্রবেশ করেছেন।
ভারত জানিয়েছে, তাদের সীমান্ত রক্ষীরা একজন চাইনজি বর্ডার গার্ডকে ভারতে দেখতে পান। পরে, তারা তাকে আটক করে তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এখন তিনি ভারতের সেনাবাহিনীর হেফাজতে আছেন।
চীনা পিপলস লিবারেশন আর্মি তাদের ওয়েবসাইটে লিখেছে, লাদাখ সীমান্তে শান্তি বজায় রাখার জন্য ভারতের উচিৎ, তাদের বর্ডার গার্ডকে দ্রুত চীনে ফিরিয়ে দেওয়া।
গত বছরের জুন মাসে লাদাখ সীমান্তে ভারতের ২০ সৈন্যকে হত্যা করেছিলো চায়নিজ সৈন্যরা। তখন, ভারত ও চীনের মধ্যে সৃষ্টি হয়েছিলো উত্তেজনা। চীনের হাজারো সেনাভারতে ঢুকে পড়েছিলো।
এনডি টিভি
