ক্যাপিটাল দাঙ্গাকারীদের বিরুদ্ধে করা হয়েছে ২৫টি সন্ত্রাসবাদের মামলা
অনলাইন ডেস্ক – সেনাবাহিনী বিষয়ক মন্ত্রী রায়ান ম্যাকার্থি রিপাবলিকান কংগ্রেসওম্যান জেসন ক্রোকে এই তথ্য জানিয়েছেন। ক্রো হাউজ আর্মড সার্ভিস কমিটির সদস্য। তিনি জানান ম্যাকার্থি তাকে ফোন করে বলেছেন, বড় বন্দুক, মালাটোভ ককটেল, বিস্ফোরক দ্রব্য এবং জিপটাইসহ বেশ কিছু মারণাস্ত্রও কংগ্রেস ভবন থেকে জব্দ করা হয়েছে। দ্য
একটি সূত্র বলছে, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তার নিরাপত্তাকর্মীরা দ্রুত সরিয়ে নেওয়ায় তিনি বেঁচে যান। তবে পেন্সকে হত্যাচেষ্টার জন্য কোনও মামলা করা হবে কিনা তা এখনও জানা যায়নি। সিএনএন
জানা গেছে, সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঠেকাতে মার্কিন ক্যাপিটলে স্থায়ীভাবে সেনা মোতায়েনের প্রস্তাব দিতে যাচ্ছেন ম্যাকার্থি। তবে গণতান্ত্রিক কেন্দ্রে সেনা উপস্থিতি সদস্যরা মেনে নেবেন কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
গার্ডিয়ান
