ইরানের মহড়াস্থলের কাছে বিদেশি সাবমেরিনের উপস্থিতি; শনাক্তের পর পলায়ন
অনলাইন ডেস্ক –
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ মহড়াস্থলের কাছে একটি বিদেশি সাবমেরিন শনাক্তের পর তা পর্যবেক্ষণ করেছে দেশটির সামরিক বাহিনী।
সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিজাতীয়দের একটি সাবমেরিন নৌ মহড়াস্থলের দিকে আসছিল।
এমন সময় সেটি শনাক্ত করা সম্ভব হয়। এরপর অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার দিয়ে সেটিকে পর্যবেক্ষণ করা হয়। সাবমেরিনটি যখন বুঝতে পারে ইরানি বাহিনী তার অবস্থান শনাক্তের পর পর্যবেক্ষণ করছে তখনি দ্রুত ঐ এলাকা ত্যাগ করে।
গত বুধবার থেকে মাকরান উপকূল এবং ভারত মহাসাগরের উত্তর অংশে নৌ মহড়া চালাচ্ছে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট।
এই মহড়ায় ইরানের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, বিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে। এছাড়া ব্যবহার করা হচ্ছে টর্পেডো ও ক্ষেপণাস্ত্র। তথ্যসূত্র: পার্সটুডে
