Breaking: অনাবৃত স্তন স্পর্শ না করলে তা যৌন নির্যাতনের আওতায় পড়ে না, বোম্বে হাইকোর্টের ব্যাখায় নিয়ে সায় নেই সুপ্রিম কোর্টের
নিউজটাইম ওয়েবডেস্ক : ১৯ জানুয়ারি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ একটি রায়ে জানিয়েছিল, যৌনাকাঙ্খা নিয়ে যতক্ষণ না পোশাক খোলা হচ্ছে বা পোশাকের ভিতর হাত ঢোকানো হচ্ছে ততক্ষণ তা যৌন নির্যাতনের আওতায় পড়ে না অর্থাৎ যৌন নির্যাতনের ক্ষেত্রে ত্বকের সাথে ত্বকের স্পর্ষ না হলে তা যৌন নির্যাতন হিসাবে গন্য হবে না। পকসো আইনের এহেন ব্যাখা দিয়ে পকসো আইন অনুযায়ী ৩ বছরের বদলে ১ বছরের সাজা শোনায় আদালত। হাইকোর্টের এই রায়ের পরেই দেশজুরে নানা সমালোচনা শুরু হয়। রায় চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়।আজ সুপ্রিম কোর্ট সেই রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে।
আজ এই শুনানিতে কেন্দ্রের তরফে হাজির ছিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। তিনি বলেন, নাগপুর বেঞ্চের এই রায় বিপজ্জনক নজির সৃষ্টি করবে। অ্যাটর্নি জেনারেলের আবেদন মেনে শীর্ষ আদালত এই রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করেছে। মহারাষ্ট্র সরকার ও সাজাপ্রাপ্তের কাছে মতামত চেয়ে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
