Breaking: শিশুসহ গঙ্গায় তলিয়ে গেল গাড়ি
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের এক মর্মান্তিক দুর্ঘটনা মুশির্দাবাদের সদরঘাটে। কিছুদিন আগেই এই ঘাটেই এক দুর্ঘটনায় একটি গাড়ি তলিয়ে যায় গঙ্গায়। আজ ফের একবার দুর্ঘটনা ঘটল সদরঘাটে।গতবার কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও, অনুমান করা হচ্ছে আজ একটি শিশু ও গাড়ির চালক তলিয়ে গিয়েছে গাড়ির সাথেই।
জানা যাচ্ছে, সদরঘাটে নৌকোটি লাগার পর দড়ি বাঁধার আগেই নৌকাতে ওঠার চেষ্টা করে গাড়িটি। বাঁধন না থাকার ফলে পেছনে সরে যায় নৌকা। যার ফলে স্বাভাবিক ভাবেই গঙ্গার জলে পড়ে গাড়িটি। তলিয়ে যাওয়ার আগে দুই থেকে তিন জন গাড়ি থেকে বেরোতে সক্ষম হলেও এক শিশু সহ গাড়ির চালক গাড়ির ভিতরেই ছিলেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এসে পৌঁছেছে পুলিশ। ডুবুরি লাগিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
সদরঘাটের এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল সেখানকার মাঝিদের উপরে। তবে এলাকার মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালকের অসতর্কতার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। মাঝিদের তরফে কোনো গফিলতি নেই।
