লাকসামে সম্পত্তি ঘিরে হামলা গ্রেপ্তার ৪ ভাবীর গলার স্বর্ন নিয়ে দেবর উধাও
মশিউর রহমান সেলিম: কুমিল্লার লাকসাম পৌরশহরের উত্তর বিনই গ্রামে সম্পত্তি ঘিরে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসময় ভাবীর গলার স্বর্ন নিয়ে দেবর পালিয়ে যায়। এ ঘঁনায় থানা পুলিশ এজহারভুক্ত ৪জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। বিবাদীদের নানাহ কর্মকান্ডে এলাকার জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, ওই গ্রামের তোফায়েল গংদের বাড়ি সংলগ্ন ডোবার মধ্যে তাদের ০৩ শতক সম্পত্তি প্রায় ৮/৯ বছর যাবত রাজুগংরা তাদের কাছ থেকে বিক্রি হওয়া সম্পত্তি জোর পূর্বক জবর দখল করে রেখেছে। তোফায়েলগংরা ক্রয়কৃত ওই সম্পত্তি বুঝাইয়া দিতে রাজুগংদের বার বার চাপ দিলেও তারা নানাহ তালবাহানা করে ওই সম্পত্তি ভোগদখল করতে থাকে। শুক্রবার সকালে মামলার বাদীপক্ষ ওই ডোবাটির পানি উঠাতে পাশর্^বর্তী পুকুর পাড়ে সেচ মেশিন বসালে বিবাদীদের হুমকিতে মেশিন বন্ধ করে বাড়ি গিয়ে বিষয়টি সকলকে জানায়। পরবর্তীতে ওনদিন দুপুরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট মাসুদ হাসানের নিকট বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর এক পর্যায়ে রাজুগংরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তোফায়েল গংদের উপর হামলা চালায়। এতে তোফায়েল, ওয়াসিম, আরাফতের নেছা ও মোক্তার হোসেনসহ ৫ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তোফায়েল আহমদের ছেলে মোক্তার হোসেন থানায় রাজু আহমেদ, রাকিবুল হাসান, রনি, পেটলা কাশেম ও ওসমান আলীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে লাকসাম থানায় মামলা দায়ের করলে পুলিশ পরদিন রবিবার বিবাদীদের বাড়ীতে অভিযান চালিয়ে রাজু, রাকিব, রনি ও ওসমান আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
অপরদিকে ৪নং বিবাদী দেবর পেটলা কাশেম ভাবী আরফতের নেছা গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে পুলিশী গ্রেপ্তারের ভয়ে পালিয়ে আছে। মামলা বাদী মোক্তার হোসেনসহ স্থানীয় একাধিক সূত্র জানায়, পালিয়ে থাকা পেটলা কাশেম নিজেকে দেশের বড় আমলা, মন্ত্রী-এমপি, সচিব ও এসপিসহ বড় বড় রাজনৈতিক নেতাদের আত্মীয় পরিচয় দিয়ে এলাকার মানুষের সাথে প্রতারনা করে আসছে। কিছুদিন পূর্বেও পেটলা কাশেম নানাহ প্রতারনার দায়ে জেল খেটেছেন। পেটলা কাশেম সম্পর্কে বলতে গেলে সিনেমাকেও হার মানাবে। সে এখন পালিয়ে থেকে এ মামলার বাদী ও স্বাক্ষীদেরকে হত্যা, অপহরনসহ নানাহ হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে ওই বাড়ীর বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মকবুল আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এই মামলার স্বাক্ষী। বিবাদীগণের ০৪ জন জেল হাজতে থাকলেও পালিয়ে থাকা ওপর মামলার আসামী পেটলা কাশেম এ মামলার বাদী ও স্বাক্ষীদের নানাহ ভয়ভীতি দেখাচ্ছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এড. মাসুদ হাসান জানায়, দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে এ বিরোধ। দুপক্ষই তখন আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল।
এ ব্যাপারে লাকসাম থানা পুলিশের একটি ঘনিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের ঘটনা ঘিরে থানায় মামলা হয়েছে। আমরা রবিবার ওই মামলা এজাহারভুক্ত ০৪ আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি এবং পলাতক আসামী পেটলা কাশেমকে গ্রেপ্তারে নানামুখী অভিযান অব্যাহত রেখেছি।
