করোনার ভ্যাকসিন নেননি মুশফিক-রিয়াদসহ ‘৫’ ক্রিকেটার, কারণ জানেন না ডা: দেবাশিষ
অনলাইন ডেস্ক- নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্য উড়াল দিবে বাংলাদেশ দল। এই সিরিজ খেলতে যাওয়ার আগে দলের অনেকে ভ্যাকসিন নিলেও নেননি মুশফিক-রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদী হাসান।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আগেও বলেছি, আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ। সরকার আমাদের যে সুযোগ করে দিয়েছে তা আমাদের সবারই গ্রহণ করা জরুরি। ভ্যাকসিন নিলেই যে শতভাগ নিরাপদ থাকবেন তা না, তবে এক ধাপ এগিয়ে গেলাম। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে চললে হয়ত আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নিরাপদ থাকতে পারব।
এছাড়া বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি। নিউজিল্যান্ড সফর স্কোয়াডের পাঁচ থেকে সাত ক্রিকেটার টিকা নিচ্ছেন না। বাকিরা নিচ্ছেন। যারা নিচ্ছেন না, তারা কেন নিচ্ছেন না, এটি এখন পর্যন্ত জানি না।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন টাইগাররা। এর পর ২০ মার্চ ডানেডিনের প্রথম ওয়ানডেতে কিইউদের মুখোমুখি হবে বাংলাদেশ।
