সৌদি আরবে নারীদের সামরিক বাহিনীতে যোগদানের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ
অনলাইন ডেস্ক- রোববার সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউনিফাইড এডমিশন পোর্টালের মাধ্যমে এখন থেকে নারী-পুরুষ উভয়ই সশস্ত্র বাহিনীতে যোগদানের আবেদন করতে পারবে। সৌদি বহিরাগত নাগরিকদের সঙ্গে বিবাহিত নারীরা আবেদন করতে পারবেন না।
মন্ত্রণালয় আরো জানায়, সৌদির সেনাবাহিনী, নৌবাহিনী, প্রতিরক্ষা বাহিনী, কৌশলগত ক্ষেপণান্ত্র বাহিনী ও সশস্ত্র বাহিনীর মেডিকেল সেবায় সৈনিক ও সার্জেন্টসহ অন্যান্য পদে আবেদন করতে পারবেন। আবেদনকারী নারীদের অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও মেডিকেল ফিট হতে হবে।
আবেদনকারী নারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, উচ্চতা থাকতে হবে ১৫৫ সেন্টিমিটার। সরকারি কর্মরত কোনো নারী সেনাবাহিনীর চাকরির জন্য আবেদন করতে পারবেন না। জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। নারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
সশস্ত্র বাহিনীতে আবেদনকারী পুরুষদের বয়স ১৭ থেকে ৪০ হতে হবে, উচ্চতা থাকতে হবে ১৬০ সেন্টিমিটার।
সৌদির ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ নামের সংস্কার কর্মসূচির আওতায় এসব উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
