Breaking: ফের প্রাথমিক নিয়োগে ধাক্কা রাজ্য সরকারের

গত ১৬ ফেব্রুয়ারি ১৬ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগে গত ২৩ ডিসেম্বর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। মূলত যাঁদের প্রশিক্ষণ রয়েছে, সেই প্রার্থীরা আবেদনের যোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। এরপর জানুয়ারিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। ১৬ তারিখ ওই মেধাতালিকা প্রকাশও করা হয়। এরপরই তালিকায় একাধিক অসঙ্গতি রয়েছে, এই দাবি করে আদালতের দ্বারস্থ হন কয়েকশো প্রার্থী। চাকরিপ্রার্থীদের একাংশের মামলার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ করল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই যারা এই নিয়োগের সার্টিফিকেটের ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছেন এখন তাদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মধ্যে। প্রশ্ন উঠছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।
