Breaking: সাংসদ অভিষেকের শ্যালিকা মেনকাকে জিজ্ঞাসাবাদে উঠে এল নয়া তথ্য
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় আড়াই ঘন্টা জেরার পর সাংসদ অভিষেকের শ্যালিকা মেনকার আবাসন থেকে বেড়োলেন সিবিআই আধিকারিকরা। বিদেশের অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেনের ব্যবসা একাধিক বিষয়ে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের স্ত্রী রুজিরা ও সাংসদের শ্যালিকা মেনকা গম্ভীরকে রবিবারই নোটিশ পাঠানো হয়। সোমবার দুপুরে পঞ্চসায়রের অভিজাত আবাসনে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে যান । সকাল থেকে সাংবাদিকদের কৌতুহলী চোখও ছিল পঞ্চসায়রের অভিজাত আবাসনের দিকে। ঢুকতে বাঁধা পান তারা। তারপরেই লেগে যায় ধুন্ধুমার। আবাসনের নিরাপত্তাকর্মীরা জানেন মেনকা গম্ভীর শুধু সিবিআই আধিকারিকদের সঙ্গে মুখোমুখি হতে চান। এখনই সাংবাদিকদের মুখোমুখি হতে চাননা তিনি। পঞ্চসায়রের অভিজাত আবাসনের অন্দরে ঢুকতে সক্ষম হন সিবিআই আধিকারিকরা। এই বৈঠকের নির্যাস থেকে যে সকল তথ্য উঠে এল, তার ভিত্তিতে আগামীকাল রুজিরাকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।
