মার্কিন নিষিদ্ধের তালিকায় মিয়ানমারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুই আর্থিক সংস্থা
অনলাইন ডেস্ক- মিয়ানমারে গণতন্ত্রের জন্যে আন্দোলনরত মানুষের ওপর সামরিক সরকারের নির্যাতন ও গুলি করে হত্যার ঘটনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ফের নতুন করে দেশটির প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিয়ানমার ইকোনোমিক কর্পোরেশন (এমইসি) ও মিয়ানমার হোল্ডিং লিমিটেডকে (এমইএইচএল) নিষিদ্ধের আওতায় এনেছে।
মিয়ানমারে অব্যাহতভাবে যে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে এবং অর্ধশতাধিক মানুষ নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে তারই প্রেক্ষিতে বাইডেন প্রশাসন নতুন করে এধরনের প্রতিক্রিয়া দেখাল।
এধরনের নিষেধাজ্ঞার ফলে মিয়ানমারের রফতানি ক্ষতিগ্রস্ত হবে। অভ্যুত্থানের জন্যে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে দায়ী করে এ দুুটি মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমইসি ও এমইএইচএল’এর মত দুটি আর্থিক প্রতিষ্ঠানের অর্জিত রাজস্ব প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের জন্যে ব্যবহার করা হয়।
মার্কিন বাণিজ্য মন্ত্রনালয় এক বিবৃতিতে বলছে মিয়ানমারকে ডি:ওয়ান গ্রুপে ফেলা হচ্ছে যে কারণে দক্ষিণপূর্ব দেশগুলোতে দেশটির রফতানির ওপর আরো বাড়তি বিধিনিষেধ আরোপ করা হবে।
এক্সক্লুসিভ রিলেটেড নিউজ
