অস্ট্রেলিয়ায় আড়াইলাখ পিস অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আটকে দিলো ইতালি
অনলাইন ডেস্ক- ইউরোপীয় ইউনিয়ন আর অ্যাস্ট্রাজেনেকার টানাপড়েনের ফলে এই ঘটনা ঘটলো। এই চালান আটকাতে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া বিশেষ ক্ষমতা প্রথমবারের মতো ব্যবহার করলো রোম।
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির মুখপাত্র পাওলা আনসুনি জানিয়েছেন, ইউরোপীয় কমিশনের মতামত নিয়েই এই কাজ করেছে তার দেশ। জানুয়ারির শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নে অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহ নিয়ে ব্লকটির সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার বিবাদ শুরু হয়। কোম্পানিটি বলেছিলো, অন্য দেশে সরবরহ করতে হওয়ায় ইইউকে তারা কম ডোজ সরবরাহ করবে। সিএনএন
এরপরই ইউরোপীয় ইউনিয়ন সবগুলো সদস্যকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করে। সে ক্ষমতা অনুসারে সদস্যদেশগুলো অন্য দেশে ভ্যাকসিনের সরবরাহ আটকে দেওয়ার ক্ষমতা পায়। রোমের আগে আর কেউ এটি ব্যবহার করেনি।
এদিকে, অস্ট্রেলিয়া বলছে, ্যাঅস্ট্রাজেনেকার কাছ থেকে তারা ভ্যাকসিন কিনেচে। কোম্পানিটির সঙ্গে কার দ্বন্দ্ব সে শাস্তি তারা পেতে পারে না। ইউরোপীয় ইউনিয়নকে তাদের জায়গাটি বিবেচনা করে দেখারও অনুরোধ করেছে অস্ট্রেলিয়া। ভ্যাকসিনেশন শুরু করলেও দেশটি এখনও বেশ পিছিয়ে আছে।
