পাহাড়ের ভাষাগুলো ভালো নেই: জয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অভিনেত্রী জয়া আহসান তুলে ধরলেন পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষার অস্তিত্ব সংকটের কথা। যা যথাযথ উদ্যোগের অভাবে বিলুপ্তির পথে। এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পাহাড়ের ভাষাগুলো ভালো নেই বলে আক্ষেপ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে জয়া আহসান লেখেন, ‘যে ভাষায় আমরা প্রতি মুহূর্তে বাঁচি, সেই বাংলা ভাষার দাবিকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করার এই দিনটিকে শ্রদ্ধা জানাই। এই দিন কঠোর সংকল্পে নিজেকে জাগিয়ে তোলার দিন। বাংলা আমাদের ভাষা। আর এই ভাষার নামেই তো আমাদের স্বাধীন দেশ, বাংলাদেশ। তবু এই ভাষাকে নিয়ে কতকিছু এখনও আমাদের করার বাকি রয়ে গেল। রাষ্ট্রে, সমাজে, শিক্ষায়। বাংলাকে নিয়ে আমাদের বহু পথচলা এখনও বাকি। সে পথ আমরা সবাই মিলে নিশ্চয়ই পাড়ি দেব।’

তিনি লিখেছেন, ‘একুশ এখন সারা পৃথিবীর নিপীড়িত, পর্যুদস্ত, মুমুর্ষু ভাষার অনুপ্রেরণাও। সেই অনুপ্রেরণা সৃষ্টি করার মতো ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের তরুণেরা, আজ থেকে একাত্তর বছর আগে। ভাবা যায়!’

জয়া আরো লিখেছেন, ‘পাহাড়ে আমাদের ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষাগুলো ভালো নেই। পত্রিকায় পড়েছি, রেংমিটচ্য নামে একটি ভাষার মানুষ নাকি বেঁচে আছে মাত্র পাঁচ-ছয়জন। তাদের পর পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি ভাষা। একটি ভাষা হারিয়ে যাওয়া মানে অনন্য একটি ফুলের বাগান উজাড় হয়ে যাওয়া, যা আর কখনও ফিরে আসবে না।

এনবিএস/ওডে/সি

news