অজয় বঙ্গাই যোগ্যতম, সব বিতর্কে জল ঢেলে বিশ্ব ব্যাঙ্কের মাথায় বসতে চলেছেন এই ভারতীয়ই

 প্রতিযোগিতায় আর কেউই নেই। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিশ্ব ব্য়াঙ্কের মসনদে বসবেন ভারতীয় বংশোদ্ভূত পদ্মশ্রী সম্মানে সম্মানিত অজয় বঙ্গা (Ajay Banga)। তাঁকেই যোগ্যতম হিসেবে মনোনীত করায় এতদিন নানা আলোচনা-সমালোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দের প্রার্থীকে নানা বিতর্কও শুরু হয়। শেষমেশ সব বিতর্কে জল ঢেলে বঙ্গাকেই বিশ্ব ব্যাঙ্কের মাথায় বসাতে চলেছেন বাইডেন।

বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’ নামে এক বেসরকারি শেয়ার লেনদেন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বঙ্গা। অতীতে মাস্টারকার্ডের সিইও পদে দায়িত্ব সামলেছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল বঙ্গাকে।

৬৩ বছর বয়সি বঙ্গার জন্ম ভারতের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক। পরে আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয় বঙ্গার। এর পর কাজ করেন সিটি ব্যাঙ্কেও।

১৯৯৬ সালে আমেরিকা পাড়ি দেন। সেখানে ‘পেপসিকো’ সংস্থায় যোগ দেন। ১৩ বছর ওই সংস্থাতেই কর্মরত ছিলেন তিনি। সিইও-সহ সংস্থার একাধিক পদে দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন। বঙ্গার নেতৃত্বে বিশ্ব দরবারে মাস্টারকার্ডের ব্যাপ্তি ঘটে। ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’, ‘ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম’-এর মতো অলাভজনক সংস্থার সদস্য অজয় বঙ্গা।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news