কিয়েভে ১৫ রুশ ক্রজ মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

ই্উক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতে কিয়েভের আকাশে ১৫টি রুশ ক্রজ মিসাইল ধ্বংস করেছে। তবে এসব হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিয়েভের সিনিয়র সামরিক কর্মকর্তা সেরহাইয়া পপকো একথা জানান।

তিনি বলেন, তার ধারণা কাস্পিয়ান সাগরের আকাশে রুশ বোমারু বিমান থেকে এসব ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। ই্উক্রেন সূত্রে বলা হয়েছে এর আগের দিন রোববার রাতে রাশিয়া দেশটির ওপর এ যুদ্ধের সবচাইতে বড় ড্রোন হামলা চালায়।দফায় দফায় ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। রাশিয়ার ভিক্টরি ডে উদযাপনের আগে এ হামলা চালানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে জার্মানির পরাজয়ের স্মরণে দিবসটি পালন করে মস্কো।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গতকাল মস্কোয় রেডস্কয়ারে কুচকাওয়াজ ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে রাশিয়া। ক্রেমলিনে কথিত ড্রোন হামলাসহ গত এক সপ্তাহে রাশিয়ায় বেশ কয়েকটি ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটে। মস্কো এসব হামলার জন্য ইউক্রেনকে দোষারোপ করেছে।

এনবিএস/ওডে/সি

news