ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার উন্নয়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন, শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে তেহরান-রিয়াদ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

গত আগস্টে জেদ্দায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পরিপ্রেক্ষিতে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের অনুকূল অগ্রগতির অনুপাতে এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তারা দ্বিপক্ষীয় সাংস্কৃতিক ও ক্রীড়া সহযোগিতাকে উত্সাহিত করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এ ধরনের সহযোগিতা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের উন্নতি ঘটাবে।

গত মার্চে সৌদি আরব ও ইরান চীনের বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু এবং দুই মাসের মধ্যে তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করার বিষয়ে একটি ভিত্তিহীন চুক্তিতে উপনীত হয়। গত 6 এপ্রিল দুই দেশ আনুষ্ঠানিকভাবে অবিলম্বে কূটনৈতিক সম্পর্ক শুরু করার ঘোষণা দেয়।

2016 সালের শুরুর দিকে সৌদি আরব ইরানের একজন শিয়া ধর্মযাজকের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

news