সিরিয়া-লেবানন সীমান্তে ট্রাকবহরে ইসরায়েলি হামলা
লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করার সময় লেবাননী উদ্বাস্তুদের একটি ট্রাক বহরের ওপর শুক্রবার রাতে ইসরায়েল হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর সঙ্গে ঘণিষ্ঠ একটি সূত্র একথা জানিয়েছে। সূত্র বার্তাসংস্থা এএফপি বলেছেন, হাউশ আল-সায়েদ আলী এলাকায় ওই হামলা চালানো হয়।
হামলায় একজন সিরীয় ট্রাক চালক আহত হয়েছেন। সীমান্ত এলাকায় দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি হল তার সর্বশেষ হামলা।
সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানায়, ইসরায়েল সিরিয়ার ভেতরে হামলা চালিয়েছে। এতে হতাহত হয়েছে কিনা তা সংস্থাটি জানায়নি।
লেবানন ও সিরিয়া উভয় দেশের সীমান্তের কাছে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের দৃঢ় সমর্থক হচ্ছে হিজবুল্লাহ।