দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে। দখলদার কর্তৃপক্ষ গতকাল (সোমবার) দুই সেনা নিহত হওয়ার কথা ঘোষণা করে।
ইসরাইলি গণমাধ্যম বলছে, উত্তর সীমান্তে সংঘাতের সময় ওই দুই সেনা হিজবুল্লাহর মর্টার হামলায় নিহত হয়।
হিজবুল্লাহ রোববার ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে হাইফা বন্দরের চারপাশে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর ইসরাইলের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে রকেট ছোঁড়ে। এরমধ্যে দুই সেনার মৃত্যুর কথা ঘোষণা করল ইসরাইল।
নিহত দুই সেনা হলো মাস্টার সার্জেন্ট এতাই আজুলে এবং ওয়ারেন্ট অফিসার আভিভ ম্যাগেন। দুজনই লেবানন সীমান্তের কাছে ইসরেইলের ভেতরে অবস্থান করছিল এবং রোববার সন্ধ্যায় তাদের অবস্থানে হিজবুল্লাহর মর্টার আঘাত হানে।
আজুলে ঘটনাস্থলেই নিহত হয় এবং ম্যাগেন সোমবার সকালে হাসপাতালে মারা যায়। দুজনেই ইসরাইলের এলিট কম্ব্যাট মোবিলিটি ইউনিটের সদস্য ছিল। এ সময় তাদের আরেক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়। ইসরাইল দাবি করছে, লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরাইলের ১১ সেনা নিহত হয়েছে। তবে হিজবুল্লাহ বলছে- এ সংখ্যা আরো অনেক বেশি।
এদিকে, উত্তর গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরাইলের এক সেনা নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ একথা স্বীকার করেছে।
পার্সটুডে