ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের হুমকি প্রসঙ্গে কঠোর বার্তা দিয়েছেন। বুধবার দেওয়া এই বক্তব্যটি ইরানের জাতীয় রেডিও-টেলিভিশনসহ সকল গণমাধ্যমে সম্প্রচারিত হয়।

তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট হাস্যকর ভাষায় আমাকে আত্মসমর্পণের কথা বলছেন। তারা এমন একজনকে হুমকি দিচ্ছেন, যে তাদের ভয় পায় না। ইরানি জাতিও হুমকির ভাষা বোঝে, কিন্তু ভয় পায় না।”

খামেনি স্পষ্ট করে দেন, ইরান কোনোভাবেই আগ্রাসনের কাছে মাথানত করবে না। তিনি বলেন, “ইরানি জাতিকে আত্মসমর্পণের কথা বলা বোকামি। আমরা আমাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ়। আমাদের চেতনা বলে—আমরা কখনোই অন্যায়ের কাছে নতি স্বীকার করব না।”

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, তিনি আমেরিকাকে সরাসরি হুঁশিয়ার করে বলেন, “যদি আমেরিকা সরাসরি এই যুদ্ধে প্রবেশ করে, তাহলে তারাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইরানের চেয়ে বহুগুণ বেশি ক্ষতি হবে তাদের। এই যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে অপূরণীয় ক্ষয়ক্ষতি।”

বিশ্লেষকদের মতে, খামেনির এই বক্তব্য ইরানের কঠোর অবস্থান এবং সম্ভাব্য যুদ্ধে নিজেদের প্রস্তুতির ইঙ্গিত বহন করে। এতে স্পষ্ট হয়েছে যে, ইরান কূটনৈতিক চাপের কাছে নত হওয়ার পক্ষে নয় এবং প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও জবাব দিতে প্রস্তুত।

খামেনির ভাষ্য অনুযায়ী, ইরানি জাতির আত্মমর্যাদা ও প্রতিরোধের শক্তিই তাদের প্রধান অস্ত্র। যুক্তরাষ্ট্র যদি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে এর মূল্য তাদের খুব চড়া দিতে হবে—এটাই ছিল এই বার্তার মূল সুর।

news