মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্যাবার্ড বলেছেন, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে না—তবে ট্রাম্পের বক্তব্য, “তিনি ভুল বলছেন।”

শুক্রবার (২০ জুন) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমার গোয়েন্দা সংস্থা যদি বলে ইরান অস্ত্র বানাচ্ছে না, তাহলে তারা ভুল বলছে।”

সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প জেনে নেন, ওই মন্তব্য দিয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড। সঙ্গে সঙ্গেই ট্রাম্প জবাব দেন, “সে ভুল বলেছে।”

তুলসী গ্যাবার্ড গত মার্চে কংগ্রেসে জানিয়েছিলেন, ২০০৩ সালে স্থগিত হওয়া ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো পুনরায় শুরু হয়নি বলে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে। যদিও ইরানের ইউরেনিয়াম মজুদ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে—যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান।

ইরান বারবার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা এবং ইসরায়েল দাবি করছে, তেহরান গোপনে অস্ত্র তৈরির পথেই এগোচ্ছে।

২০১৫ সালে তেহরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে হওয়া ঐতিহাসিক পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরান তার কর্মসূচি সীমিত করেছিল। ফলে উঠে যায় বহু নিষেধাজ্ঞা।

তবে ট্রাম্প ২০১৮ সালে ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। এরপর থেকে সম্পর্কের টানাপড়েন আরও বাড়ে।

সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন আলোচনার সূচনা হয়—যার লক্ষ্য পরমাণু ইস্যুতে সমাধান খোঁজা। কিন্তু আলোচনার মাঝপথে ইসরায়েলের ইরানে সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এখন প্রশ্ন উঠেছে—যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থান ভিন্ন হলে পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক সমঝোতা আদৌ সম্ভব কি না।

news