সিরিয়ার দক্ষিণাঞ্চল আবারও ইসরায়েলি গোলাবর্ষণে কেঁপে উঠেছে। দারা ও কুনেইত্রা প্রদেশের সীমান্তসংলগ্ন বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার নতুন করে কামান হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দক্ষিণ সিরিয়া থেকে শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়, দারা প্রদেশের দক্ষিণ-পশ্চিমে কোয়া ও আবদিন এলাকার কৃষিজমিতে ইসরায়েল ছয়টি গোলা ছুড়েছে। যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, কুনেইত্রার পশ্চিমাঞ্চলে তাল আল-আহমার আল-শারকি এলাকায় পাঁচটি গোলা নিক্ষেপ করা হয়েছে। এখানেও কেউ আহত বা নিহত হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলা ও সামরিক তৎপরতা চোখে পড়ার মতো বেড়ে গেছে। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরায়েল সিরিয়ার ভেতরে একের পর এক স্থল অভিযান, বিমান হামলা এবং অস্ত্রভান্ডার ও সামরিক যানবাহন লক্ষ্য করে আক্রমণ চালিয়ে আসছে।
এ ছাড়া ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৈরি বাফার জোনগুলোতেও ইসরায়েলি বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
