চার বছরের বন্ধ দরজা অবশেষে খুলে গেল! উজবেকিস্তান আফগানিস্তানের সঙ্গে একমাত্র সীমান্ত পারাপার পথ ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ আবার চালু করে দিয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে বন্ধ থাকা এই পথ এখন সম্পূর্ণ সচল। দুই দেশের মানুষ আর ব্যবসায়ীরা এতে হাঁফ ছেড়ে বাঁচলেন।

মঙ্গলবার উজবেকিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, তেরমেজ–হৈরাতান সীমান্ত পয়েন্ট দিয়ে এখন সরাসরি ও নিরাপদে যাতায়াত করা যাবে। তবে ভিসার নিয়ম আগের মতোই থাকছে। আগে মাজার-ই-শরিফ যেতে হলে তাজিকিস্তান ঘুরে যেতে হতো – এখন মাত্র ৭৫ কিলোমিটারের পথ! ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি অনেক সহজ আর সস্তা হয়ে যাবে।

আসলে গত ২৩ নভেম্বর থেকেই সীমান্তটা চালু হয়েছে। আমু দরিয়া নদীর ওপর দিয়ে যাওয়া এই ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ দিয়েই ১৯৮৯ সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান ছেড়েছিল। ২০২১ সালে তালেবান আসার সময় আফগান সেনারাও এই পথে পালিয়েছিল।

তালেবান ক্ষমতায় আসার পর মধ্য এশিয়ার দেশগুলো চরমপন্থার ভয়ে সীমান্ত বন্ধ করেছিল। কিন্তু এখন নিরাপত্তার চেয়ে বাণিজ্য আর অর্থনীতির স্বার্থই বড় হয়ে উঠেছে। মধ্য এশিয়া আফগানিস্তান দিয়ে সমুদ্রপথে যাওয়ার রেলপথ বানাচ্ছে। আর আফগানিস্তানের খাবার-জ্বালানির বড় অংশ আসছে এই দেশগুলো থেকে।
সীমান্ত খোলায় দুই পক্ষই লাভবান – ব্যবসা বাড়বে, মানুষের যাতায়াত সহজ হবে। চার বছরের অপেক্ষা শেষ!

 

news