ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা আরও বড় করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংখ্যা ৩০–এরও বেশি দেশ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম।
 ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য ইংরাহাম অ্যাঙ্গেল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে নোমের বক্তব্য উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

“সংখ্যা বলছি না, তবে ৩০–এর বেশি”—নোম

সাক্ষাৎকারে নোমকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকা ৩২ দেশে উন্নীত করতে যাচ্ছেন?
জবাবে নোম বলেন, “আমি সঠিক সংখ্যা বলছি না, তবে এটা ৩০-এর বেশি। প্রেসিডেন্ট আরও দেশ মূল্যায়ন করছেন।”

এর আগে গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেন এবং আরও ৭টি দেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেন।
এই নিষেধাজ্ঞা ইমিগ্রান্ট এবং নন–ইমিগ্রান্ট—দুই ধরনের ভ্রমণকারীকে প্রভাবিত করে। পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী—সবাই এই তালিকার অন্তর্ভুক্ত।

কেন বাড়ছে নিষেধাজ্ঞা?

নোমের যুক্তি—যেসব দেশের সরকার অস্থিতিশীল বা যেসব দেশ আগত নাগরিকদের তথ্য যথাযথভাবে যাচাই করতে পারে না, সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।

রয়টার্সের আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথিতে আরও ৩৬টি দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছিল।

ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য হত্যা, ট্রাম্প প্রশাসন আরও কঠোর

গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর ইমিগ্রেশন নীতিতে আরও শক্ত অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন।
তদন্তকারীরা জানিয়েছেন—হামলাকারী ছিলেন এক আফগান নাগরিক, যিনি ২০২১ সালে একটি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

প্রশাসনের দাবি, ওই কর্মসূচিতে যথাযথ যাচাই-বাছাই হয়নি।
এই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, তিনি ‘তৃতীয় বিশ্ব দেশের’ নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দিতে চান। তবে কোন কোন দেশকে তিনি এ তালিকায় রেখেছেন, তা স্পষ্ট করেননি।

আশ্রয় আবেদন ও গ্রিন কার্ডেও শুরু বড় পর্যালোচনা

এর আগে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেন আমলে অনুমোদিত সব আশ্রয় আবেদন এবং ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ডের ব্যাপক পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

 

news