ট্রাম্পের সামনে নতুন প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন নিকি হ্যালি

মার্কিন রিপাবলিকান নেতা ও জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি আগামী ১৫ ফেব্রুয়ারি একটি ‘বিশেষ ঘোষণা’ দিতে যাচ্ছেন।

ধারণা করা হচ্ছে ওই দিন তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন। ৫১ বছর বয়সী নিকি হ্যালি দুই মেয়াদে আমেরিকার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। ১৫ ফেব্রুয়ারির বিশেষ ঘোষণা উপলক্ষে তিনি এরইমধ্যে ই-মেইলের মাধ্যমে মিত্র ও ঘনিষ্ঠজনদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে নিকি হ্যালির পাঠানো আমন্ত্রণপত্র পোস্ট করা হয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, নিকি হ্যালির অনুষ্ঠানটি হবে সাউথ ক্যারোলাইনার চার্লসটন ভিজিটর সেন্টারে। অনুষ্ঠানে তার শত শত সমর্থক হাজির হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

নিকি হ্যালি প্রার্থিতা ঘোষণা করলে তিনি হবেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রথম প্রতিপক্ষ। কারণ, ট্রাম্প ছাড়া রিপাবলিকান পার্টির আর কেউ এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা করেননি। ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসনে কাজ করেছিলেন নিকি হ্যালি। তাকে জাতিসংঘে রাষ্ট্রদূত করেছিলেন ট্রাম্প নিজেই। ২০১৮ সালের অক্টোবরে নিকি হ্যালি আকস্মিকভাবে পদত্যাগ করেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news