ল্যাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে ইরান বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে তেহরান অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। নিকারাগুয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানাগুয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনকাদার সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন।

তিনি বলেন, নিজের পররাষ্ট্রনীতির গঠনকাঠামোর আওতায় ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে ইরান বদ্ধপরিকর। নিকারাগুয়ার সঙ্গে ইরানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আমির-আব্দুল্লাহিয়ান বলেন,  আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দু’দেশ অভিন্ন অবস্থান গ্রহণ করছে যা অত্যন্ত আশাব্যাঞ্জক।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ একটি বহুমেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা দেখতে চায় যেখানে বিশ্বের প্রতিটি দেশের রাজনৈতিক স্বাধীনতা থাকবে। স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞা বর্তমানে একটি ‘সন্ত্রাসী হুমকিতে’ পরিণত হয়েছে যা সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের অশুভ লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

যৌথ সংবাদ সম্মেলনে নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলতি সফরে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আগে গত বছর এ ধরনের আরো ১৪টি দলিলে স্বাক্ষর হয়েছিল যা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মৌরিতানিয়া সফর শেষে বুধবার নিকারাগুয়ায় পৌঁছান। চলতি সফরে তিনি ভেনিজুয়েলা যাবেন বলেও আশা করা হচ্ছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news