ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

রিয়াল মাদ্রিদের আত্মঘাতী গোলে জয় পেলো বার্সেলোনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

রিয়াল মাদ্রিদের আত্মঘাতী গোলে জয় পেলো বার্সেলোনা

 রিয়াল মাদ্রিদের আত্মঘাতী গোলে জয় পেলো বার্সেলোনা

 শ্বাসরুদ্ধকর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠ থেকেই জয় নিয়ে ফিরে বার্সেলোনা। এ জয় আসে রিয়ালের আত্মঘাতী গোলে। ম্যাচে একের পর এক আক্রমণেও সুবিধা করতে পারল না রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার রক্ষণভাগে আছড়ে পড়লো তাদের সব প্রচেষ্টা।

এর মাঝেই শুরুর দিকে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে এগিয়ে গেলো বার্সেলোনা। বাকিটা সময় রক্ষণাত্মক ফুটবলে ব্যবধান ধরে রেখে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল শাভি এর্নান্দেসের দল। সান্তিয়াগো বার্নাব্যুয়ে বৃহস্পতিবার রাতে সেমি ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি।

এই নিয়ে টানা দুটি ক্লাসিকো জিতলো তারা, জানুয়ারিতে রিয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। টানা দুই ম্যাচে জয়শূন্য রইলো রিয়াল। গত সপ্তাহে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর গত ২৩ ফেব্রুয়ারি ইউরোপা লিগের প্লে অফে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে বাদ পড়ে যায় বার্সেলোনা। এর তিন দিন পর লা লিগায় দুর্বল আলমেরিয়ার বিপক্ষে ভীষণ বাজে পারফরম্যান্স করে হেরে বসে কোচ জাভি হার্নান্দেজের দল।

টানা দুই হারের ধাক্কা সামলে কক্ষপথে ফেরার অভিযানে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে শুরুতে বেশ এলোমেলো দেখা যায় বার্সেলোনাকে। আক্রমণে রবের্ত লেভানদোভস্কির শূন্যতা প্রকট হয়ে ওঠে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। তবে খেলার ধারার বিপরীতে শুরুর দিকেই গোল পেয়ে যায় তারা।

প্রথম থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকে রিয়াল। খুব ভালো সুযোগ যদিও তৈরি করতে পারছিল না তারা। দ্বাদশ মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে কোনাকুনি শটে জালে বল পাঠান করিম বেনজেমা। তবে পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি।

এনবিএস/ওডে/সি